বিএনপির জনসমাবেশ শুরু
রাজধানীর প্রবেশ মুখে অবস্থান কর্মসূচির সময় পুলিশি হামলা এবং এরপর মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিএনপির জনসমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
বিজ্ঞাপন
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সমাবেশে সঞ্চালনার দায়িত্বে আছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ।
এর আগে দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের এক প্রান্তে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি। দুপুর ১টার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। তারা দলীয় প্রধান খালেদা জিয়াসহ বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান।
এদিকে বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এবং বাইরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এএইচআর/এমএ