গাবতলীতে সতর্ক অবস্থানে পুলিশ, উপস্থিত আ.লীগের কর্মীরা
বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গাবতলীতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি অবস্থান করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (২৯ জুলাই) সরেজমিন দেখা যায়, টেকনিক্যাল মোড় থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। পাশাপাশি রয়েছে জলকামানও।
বিজ্ঞাপন
এছাড়া রাজধানীর প্রবেশ মুখে পর্বত এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।
আওয়ামী লীগের এক কর্মী বলেন, সমাবেশের নামে বিএনপি যেন কোনো সহিংসতা করতে না পারে, সেজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।
তবে অবস্থান কর্মসূচি ঘিরে যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকায় প্রবেশে বা বেরুতে কোনো যানবাহনকে বাধার সম্মুখীন হতে হচ্ছে না। যদিও সমাবেশ ঘিরে গাবতলীতে বিএনপির কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে দারুস সালাম থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে পরিস্থিতির অবনতি যেন না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি জনগণের যেন ভোগান্তি না হয়, সেদিকেও আমরা লক্ষ্য রাখছি।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবার রাজধানীর প্রবেশ মুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশ মুখগুলোতে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো দলকেই শনিবারের অবস্থান কর্মসূচি পালনের জন্য অনুমতি দেওয়া হয়নি।
ওএফএ/এফকে