ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ
সমাবেশে শামীম ওসমান, বৃষ্টিতেও স্লোগান
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে হাজির হয়েছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে তিনিও বৃষ্টিতে নেমে পড়েন। কাকভেজা হয়ে স্লোগান দিতে থাকেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) সমাবেশস্থলে বৃষ্টি হচ্ছিল। তবুও মাঠ ছাড়েননি শামীম ওসমান।
বিজ্ঞাপন
এর আগে দুপুর আড়াইটায় বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শামিম ওসমান। তাকে বিশাল মিছিল নিয়ে আসতে দেখে সমাবেশে আগে থেকে উপস্থিত নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, শামিম ওসমান একটি রিকশার ওপর চড়ে মিছিলে নেতৃত্ব দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। এ সময় তিনি হ্যান্ড মাইক নিয়ে স্লোগান দিতে থাকেন।
শামিম ওসমান সমাবেশস্থলে প্রবেশের সময় নেতাকর্মীরা বলতে থাকেন, ‘বাঘ এসেছে বাঘ, খেলা হবে, খেলা হবে’।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হেসাইন এ সময় মাইকে বলতে থাকেন, ‘ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমাদের লাখো ছাত্রজনতা এ সমাবেশে থাকবে। যতই বৃষ্টি আসুক, যতই ঝড় আসুক না কেন আমরা সমাবেশস্থল ছাড়ব না।’
ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘ঝড় আসবে, বাধা আসবে। যতই ঝড় আসুক, বাধা আসুক; সবকিছু উপেক্ষা করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা ময়দানে থাকবে।’
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুর সাচ্চা সৈনিক, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন।’
এসএইচআর/এমএসআই/এসএসএইচ/