নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের (একাংশের) কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জুলাই) সকাল থেকে দলটির কার্যালয়ে বিদ্যুতের কোনো সংযোগ নেই।

দলটির অভিযোগ, রোববার (১৬ জুলাই) রাতে পুরানা পল্টনের জামান টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে যাওয়ার সময় বিদ্যুতের সংযোগ ছিল। কিন্তু সোমবার সকাল থেকে কার্যালয়ে বিদ্যুৎ নেই। পরে দেখা গেছে, বিদ্যুতের মিটারও খুলে নেওয়া হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুতের মিটার খুলে নেওয়া হয়েছে। যাদের আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারা বলছেন, তারা মিটার খুলে নেননি। ফলে কে বা কারা এ কাজ করেছে তা আমরা এখনও জানি না।

প্রসঙ্গত, নুরুল হক নুরের নেতৃত্বাধীন রাজধানীর পল্টনের জামান টাওয়ারের একটি ফ্লোর দলের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। আর এ কার্যালয়ের মালিক রেজা কিবরিয়ার অনুসারী মিয়া মশিউজ্জামান।

এএইচআর/এফকে