পদত্যাগ প্রশ্নে সরকারের টালবাহানার অবকাশ নেই : গণতন্ত্র মঞ্চ
পদত্যাগ প্রশ্নে সরকারের টালবাহানা করার কোনও অবকাশ নেই বলে মনে করে গণতন্ত্র মঞ্চ।
রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দু’দিন ব্যাপী (মঙ্গলবার ও বুধবার) অনুষ্ঠিত বৈঠক শেষে এ মতামত জানান জোটের নেতারা।
বিজ্ঞাপন
গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা হয়, ২০১৪ আর ২০১৮ সালে নজিরবিহীন ভোট জালিয়াতি আর একতরফা নির্বাচনী তামাশার পর এই সরকারের অধীনে আর একটি সাজানো নীলনকশায় জাতীয় নির্বাচনের প্রশ্নটাই অবান্তর। দম্ভ ও কূটকৌশল পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দলের প্রতি আহ্বান জানানো হয়।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।
সভায় গৃহিত এক প্রস্তাবে বলা হয়েছে, ‘সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। তার আগে সরকার ও সরকারি দলের কোনও ফাঁদেই বিরোধী দলসমূহের পা দেওয়ার অবকাশ নেই।
এএইচআর/এসএম