নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী। তিনি বলেছেন, আমাদের নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। তাদের নামে দেওয়া মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় শুরু হতে যাওয়ার দাওরায়ে হাদিসের পরীক্ষা বন্ধ করে দিয়ে পরীক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে নামা হবে। 

সোমবার (২৯ মার্চ) বাদ আছর বায়তুল মোকাররমে এক দোয়া মাহফিলে এ হুমকি দেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই বিরোধী দল ও মতকে দমনের জন্য নিজস্ব বাহিনী গড়ে তুলেছে দাবি করে হেফাজতের এ নেতা বলেন, হেলমেট বাহিনী বায়তুল মোকাররমে হামলা করেছে। এই বাহিনীই গতকালের হরতালে গাড়ি ভাংচুর করেছে ও আগুন দিয়ে পুড়িয়েছে। 

হেফাজতের আহত নেতাকর্মীদের চিকিৎসা এবং গ্রেফতারদের মুক্ত করা সরকারের দায়িত্ব বলেও দাবি করেন আব্দুর রব ইউসুফী। 

দোয়া মাহফিলে হেফাজতে মহাসচিব নুরুল ইসলাম বলেন, হেফাজতের নিহত ও আহত নেতাকর্মীদের সরকার কোনো সহযোগিতা করেনি। এরা কখনও সহযোগিতা করে না। আমরা সরকারের আশায় বসে থাকব না। 

সংগঠনের পক্ষ থেকে হেফাজতে নিহত ও আহতদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে নুরুল ইসলাম বলেন, নিহতের পরিবার ভরণ-পোষণের দায়িত্ব নেব আমরা। আহতের চিকিৎসায় সহযোগিতা করব। 

হেফাজতের আন্দোলনে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আইনি সহায়তার মাধ্যমে মুক্ত করা হবে বলে উল্লেখ করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। আর এই কাজে সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা করতেও অনুরোধ জানান তিনি। 

এই সময় উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাহফুজুল হক, জুনায়েদ আল হাবিব ও আতাউল্লাহ আমিন প্রমুখ।

এএইচআর/জেডএস