গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পূর্ব ঘোষিত জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিজয় নগর কালভার্টের রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। আর এই সভায় অংশ নেননি দলের আহ্বায়ক রেজা কিবরিয়া।

সভায় অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন রেজা কিবরিয়া। তাতে তিনি লেখেন, 'গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দদের নিয়ে পূর্বঘোষিত বিশেষ জরুরি সভা ১ জুলাই (শনিবার) সকাল ১১ ঘটিকায় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমি নিজেও সভায় উপস্থিত হওয়ার জন্য রওয়ানা দিয়েছিলাম। বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম ভিপি নুর একই সময়ে আরও তিনটি সভা ডেকেছেন।'

পোস্টে রেজা কিবরিয়া আরও উল্লেখ করেন, 'আমি আরও জানতে পারলাম কেন্দ্রীয় কমিটির সভায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সারাদেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বহিরাগত লোক এনে কার্যালয়ের আশেপাশে জড়ো করেছেন। কার্যালয়ের ল্যান্ড ওনার্স আমাকে রাতে অবগত করেছেন বিশৃঙ্খলা এড়াতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। এসমস্ত ঘটনা স্পষ্টতই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য মনে হওয়ায় নেতা-কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি রাস্তা থেকে ব্যাক করে চলে আসি।'

এমতাবস্থায় সভার কোরাম পূর্ণ হলে সভাটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করার আহ্বান করছি বলে যোগ করেন রেজা কিবরিয়া।

এএইচআর/জেডএস