সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে, এতে দেশের জনগণ সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার (২৮ মার্চ) বিকেল ৩টায় হাটহাজারী সদরের ত্রিবানি এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাবুনগরী এ সময় বলেন, ‘গত শুক্রবার মাদরাসাছাত্রদের মিছিলে প্রশাসন, পুলিশ গুলি করে হাটহাজারীর চার জনকে শহীদ করেছে। এছাড়া সারা দেশে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।’

হেফাজতের আমির বলেন, সারাদেশে হেফাজতের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আজকের হরতালেও বিভিন্ন জায়গায় সরকারি বাহিনী হামলা ও গুলি করেছে।

হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে দেয়াল দিয়ে অবরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হরতালের পর যা হওয়ার হবে।

এসময় তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার ওসির প্রত্যাহার দাবি করেন। পরে রোববার বিকেলে হাটহাজারী ত্রিবানি মোড় থেকে কলেজ রোড পর্যন্ত আসেন হেফাজতের আমীর। এখানে প্রায় ৩০ মিনিটের মতো অবস্থান করেন। পরে মোনাজাত করে মাদরাসায় ফিরে যান।

সর্বশেষ বিকেল ৫টার দিকে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের মাদরাসার সামনে ইটের দেয়াল দেওয়া এলাকায় বিক্ষোভ করছে মাদরাসার ছাত্ররা।

গত শুক্রবার (২৬) মার্চ পুলিশের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রামে চারজন নিহত হন। এরপরেই রোববার সারাদেশে হরতালের ডাক দেয় হেফাজত।

কেএম/ওএফ