কিছুটা সুস্থবোধ করায় খালেদা জিয়াকে বাসায় আনা হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুটা সুস্থবোধ করায় তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন। 

তিনি বলেছেন, আজ সকালেও ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন কিছুটা সুস্থবোধ করায় তাকে আগের মতো বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

শনিবার (১৭ জুন) রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানে বাসভবন ফিরোজার সামনে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ম্যাডামের পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছি না বলেই তিনি বারবার অসুস্থ হচ্ছে। তাই তাকে বারবার হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। এবারও ম্যাডামের মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছেন যত দ্রুত সম্ভব বিদেশি চিকিৎসা দিতে। যেখানে লিভারের সর্বশেষ আধুনিক চিকিৎসা আছে।

এএইচআর/এমএ