খালেদা জিয়ার অবস্থা এই ভালো এই খারাপ
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি ভালো বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, ম্যাডামের অনেকগুলো রোগ রয়েছে। ফলে ওনার শারীরিক অবস্থা এই ভালো তো এই খারাপ।
বুধবার (১৪ জুন) দুপুর ১টার দিকে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার একান্ত সচিব বলেন, ম্যাডামের অবস্থা মোটামুটি ভালো। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। আমাদের সব সময় চিন্তিত থাকতে হয়। কারণ ওনার শারীরিক অবস্থা ভালো হতেও সময় লাগে না, আবার খারাপ হতেও সময় লাগে না। তবে, চিকিৎসকরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। এছাড়া দিনেও বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। তার মধ্যে কিছু রিপোর্ট পাওয়া গেছে। সেগুলো নিয়ে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেছেন। সেখানে তারা খুব বেশি খারাপ কিছু পাননি।
দেড়মাস আগে গত ২৯ এপ্রিলও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। এভারকেয়ার হাসপাতালে ৬ দিন চিকিৎসা নিয়ে ৪ মে বাসায় ফেরেন তিনি।
এএইচআর/ওএফ