রওশনপন্থি জাপার সম্মেলন প্রস্তুতি কমিটিতে ১৮ জনকে অন্তর্ভুক্ত

রওশন এরশাদের ডাকা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে নতুন করে আরও ১৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ মে) পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের অনুমতিক্রমে তাদের অন্তর্ভুক্তি করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ এবং পার্টির সাংগঠনিক কমিটির প্রধান সমন্বায়ক কাজী মামুনূর রশীদ।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে- দয়াল কুমার বড়ুয়া (চট্টগ্রাম), পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া), নাফিজ মাহবুব (ময়মনসিংহ), মেজর অবসরপ্রাপ্ত শিবলী মোহাম্মদ সাদিক (চাঁদপুর), মোহাম্মদ শামসুল আলম (কক্সবাজার), জাফর ইকবাল নিরব (পিরোজপুর), সালেহ চৌধুরী (সিলেট), আবু কাওসার খান (ব্রাক্ষ্মণবাড়িয়া), মো. গোলাম মোস্তফা পাটওয়ারী (চাঁদপুর), কাজী মোহাম্মদ নাসিরুল আলম ( বান্দরবান), নাজমুল হক সিকদার ( নরসিংদী), মোহাম্মদ মোর্শেদ আলম সিদ্দিকী (চট্টগ্রাম), শহিদুল ইসলাম সালাম (চট্টগ্রাম), নিরাপদ তালুকদার (খাগড়াছড়ি), উদয়ন বড়ুয়া (রাঙ্গামাটি), আবুল কালাম আজাদ (লক্ষ্মীপুর), ডা. সাইফুর রহমান (খুলনা) ও আসিফ আহমেদ মৃধা (চট্টগ্রাম)।

এএইচআর/এমজে