দেশব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ
রমজান উপলক্ষ্যে দুই দিনব্যাপী সারাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ ও ৯ এপ্রিল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। ৮ এপ্রিল (শনিবার) দেশব্যাপী প্রত্যেক জেলা/মহানগরে উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ এপ্রিল (রোববার) দেশের প্রত্যেক উপজেলা, থানা ও পৌরসভায় উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এমএসআই/জেডএস