লেখক ও কবি ফরহাদ মজহার ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় ইনসাফ কায়েম কমিটির (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) নৈশভোজে অংশ নিয়েছেন বিরোধী দলের একাধিক রাজনৈতিক নেতা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন বিএনপির যুগপৎ আন্দোলন সঙ্গী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আরেক জোটসঙ্গী গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তবে অনুষ্ঠানস্থলে আসলেও নৈশভোজে অংশ নেননি এলডিপির একাংশের চেয়ারম্যান অলি আহমদ।

এছাড়াও নৈশভোজে অংশ নিতে দেখা গেছে, লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দী, প্রফেসার নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত সাকিন আলী, সাংবাদিক নেতা ইলিয়াস খান।

আরও পড়ুন : ভারতীয় হাইকমিশনারের নৈশভোজে বিএনপির ৫ নেতা

এসব রাজনৈতিক নেতা ও আমলা নৈশভোজে অংশ নিলেও কোনো বক্তব্য দেননি।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ফরহাদ মজহার বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান জানাচ্ছে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস। শুধুমাত্র তথাকথিত সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই রাষ্ট্রের দীর্ঘদিনে পুঞ্জিভূত সমস্যার সমাধান হবে না।

কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নিয়ে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস গঠন করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আয়োজক সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ সংগঠন লিখিত ঘোষণাপত্র পাঠ করেন। এতে বলা হয়, জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের ভিত্তিতে নতুন ভাবে বাংলাদেশ গঠনের এটাই সঠিক পথ। সবাইকে আমাদের সঙ্গে যুক্ত ও পাশাপাশি কাজ করার আহ্বান জানাচ্ছি।

এএইচআর/এসকেডি