সরকার পতনে রাস্তায় নামা ছাড়া অন্য পথ নেই : দুদু
সরকার সম্পদ লুট করতে করতে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাস-বিদ্যুৎসহ এমন কোনো জিনিস নেই যার দাম বাড়ানো হয়নি। তারা দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি। সরকার পতনের আন্দোলনে রাস্তায় নামা ছাড়া অন্য কোনো পথ নেই।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মৎস্যজীবী দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
কর্তৃত্ববাদী শাসক সবসময় নির্লজ্জ হয় বলে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, তাদের লজ্জা-শরম বলতে কিছু থাকে না। এরা চোখের সামনে এত মিথ্যা কথা বলা ও এত লুটপাট করতে পারে। আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটা সম্ভব না।
সুপ্রিম কোর্টে বিএনপি আইনজীবী ও সাংবাদিকদের ওপর লাঠিচার্জের প্রসঙ্গে তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিচারালয় এভাবে গুণ্ডামি হয়, এটা ভাবা যায় না। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন করতে ৩০ লাখ লোক শহীদ হয়েছে, লাখ-লাখ মা-বোনের সম্ভ্রম হারিয়েছে, সেই দেশে বর্তমানে মানুষ ভোট দিতে পারে না। মঈন উদ্দিন আহমেদ ও ফখরুদ্দীন আহমদের কাঁধে ভর করে তথাকথিত কেয়ারটেকার সরকারের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের অবস্থাটা কী করেছে। এই সরকার নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে, দেশের সম্মান নষ্ট করেছে। এই সরকার বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিণত করেছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহাতাবসহ আরও অনেকে।
এএইচআর/কেএ