বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সব মামলায় জামিন পেয়ে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সপু শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে যায়। ভীষণ অসুস্থ সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সপুর সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

জুলুমবাজ সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে নেতাকর্মীদের যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

এএইচআর/এসকেডি