দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিতে হামলা ও বেপরোয়া গণগ্রেপ্তার চালানো হচ্ছে। আওয়ামী অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে আবারও বেআইনি পন্থায় আঁকড়ে রাখতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তারের পুরোনো খেলায় মেতে উঠেছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 
বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছে, বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে- আওয়ামী মন্ত্রী ও নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘আওয়ামী নেতাদের উদ্দেশে বলতে চাই-বিএনপিতো গণবিরোধী অবৈধ সরকারের পতনের জন্য প্রশস্ত রাজপথেই আন্দোলন করছে। ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাজোচিত জীবন নির্বাহ যাতে ব্যাহত না হয় সেজন্যই আওয়ামী নেতা-মন্ত্রীরা নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। ষড়যন্ত্র, সন্ত্রাস ও প্রশাসনকে কব্জায় নিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুঃসহ জীবন-যাপনে বাধ্য করে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী শাসকগোষ্ঠী।’

আওয়ামী লীগ এখন জনগণের কাছে ভয়াবহ আতঙ্কের নাম মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় এখন দুর্নীতির জয়জয়কার। অন্যদিকে নারকীয় উল্লাসে চলছে গুম-খুন-ক্রসফায়ার।’

প্রিন্স বলেন, ‘দেশে শান্তিবিনাশী সমাজবিরোধীদের দাপট বৃদ্ধি পেয়েছে, কারণ এরা সরকারি দলের লোক। তবে চলমান দুঃশাসনে জনগণের মধ্যে এখন ক্রোধবহ্নি দাউদাউ করে জ্বলছে। আর এটি ইতিহাসে প্রমাণিত যে, অবৈধ শাসনের অবসান ঘটাতে জনগণের আন্দোলন ও প্রতিজ্ঞা কখনোই নিষ্ফল হয়নি। অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী নেতা-মন্ত্রীরা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে এবং আবোল-তাবোল বকতে থাকে।’ 

সারাদেশ থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রিন্স বলেন, ‘হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারসহ হয়রানী বন্ধের জোর আহ্বান জানাচ্ছি।’ 

কারাগারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই মাস ধরে ভীষণ অসুস্থ দাবি করে তিনি বলেন, ‘তাকে বিশেষায়িত কোনো হাসপাতালে সুচিকিৎসা দেওয়া দাবি জানানো হলেও তা উপেক্ষা করে সরকার তার প্রতি অমানবিক আচরণ করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এবিএম মোশাররফ, ভিপি জয়নাল আবেদীন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এএইচআর/জেডএস