চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশে তার দেশ ছাড়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শে আজ রাতে সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

তিনি বলেন, সিঙ্গাপুরের সুপ্রিম ভাসকুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন। চিকিৎসা শেষে আগামী সপ্তাহে দেশে আসবেন তারা।

এএইচআর/এসকেডি