বিএনপির পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। এর পাল্টা হিসেবে গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি নিয়ে আজ মাঠে আছে আওয়ামী লীগ।
সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে গণঅভ্যুত্থান সমাবেশে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।
বিজ্ঞাপন
দুপুর ১২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশও অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই নিজ নিজ থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে নেতারা আসতে শুরু করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় কেন্দ্রীয় ও নগর নেতারাও সমাবেশে উপস্থিত থাকবেন।
গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে রাজধানীজুড়ে ভোর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমএসআই/এফকে