‘কবির বিন আনোয়ার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হচ্ছেন’—এমন গুঞ্জন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাকে (কবির বিন আনোয়ার) অফিসে নিয়মিত বসতে বলেছেন। নিশ্চয়ই তাকে কোনো বিশেষ দায়িত্ব দেবেন। কী দায়িত্ব দেবেন এখনো আমি জানি না। তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে দায়িত্ব দিলে জানতে পারবেন। এতো তাড়াহুড়ো করার কিছু নেই। 

আরও পড়ুন>>এইচটি ইমামের চেয়ারে কবির বিন আনোয়ার : আ.লীগে গুঞ্জন

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায়ও কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সঙ্গে ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের যৌথসভায় যোগ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে সদ্য অবসরে যাওয়া কবির বিন আনোয়ার।

আরও পড়ুন>>নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

এমএসআই/কেএ