মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। র‌্যালিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের পরনের পোশাকে শোভা পাচ্ছে লাল-সবুজের বিজয়ের সাজ। শুধু তাই নয়, মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত প্রতীকী কামান নিয়ে এসেছেন তারা। এছাড়া ঘোড়ার গাড়ি, ঢোল-তবলা ও বাঁশিও নিয়ে এসেছেন অনেকে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এই র‌্যালি শুরু হওয়ার কথা রয়েছে। 

জুমার নামাজের পরপরই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে হাজির হতে শুরু করেন। এসময় তারা অস্থায়ী জামিনে থাকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। 

মাঠ পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি র‌্যালিতে অংশ নিতে নয়াপল্টন এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

এদিকে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির কারণে ইতোমধ্যে নয়াপল্টন ভিআইপি সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি র‌্যালিকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের পাশে এবং নাইটিঙ্গেল মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিতি রয়েছেন। এছাড়াও বিএনপির কার্যালয়ের পাশে চায়না টাউনের সামনে জলকামান ও প্রিজনভ্যান রাখা হয়েছে। 

জানা গেছে, বিএনপির বিজয় দিবস র‌্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর ও মালিবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে দলের কার্যালয়ে সামনে এসে শেষ হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ঢাকা পোস্টকে জানান, নয়াপল্টনে থেকে র‌্যালি শুরু হয়ে মালিবাগ মোড় ঘুরে আবার কার্যালয়ে সামনে এসে শেষ হবে।

এএইচআর/কেএ