বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শুক্রবার রাত ৩টার দিকে তাদের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহাত আরা বেগম বলেন, ডিবির চার জনের মতো সদস্য তাদের বাসায় প্রবেশ করে, বাকিরা নিচে ছিল।

বিএনপির মহাসচিবকে কেন নিয়ে যাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা (ডিবি) বলেছে, দুই তিনটা মামলা নাকি হয়েছে। ‘ওপরের নির্দেশে’ তাকে নিয়ে যাওয়া হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন উল্লেখ করে তার স্ত্রী বলেন, তার শরীরও বেশ খারাপ ছিল। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন।  

আরও পড়ুন : মির্জা ফখরুল ও আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে বাসায় ঢুকে সাড়ে ৩টার মধ্যে মির্জা ফখরুলকে নিয়ে যায় বলেও জানান রাহাত আরা। তিনি বলেন, যাওয়া সময় কিছু ওষুধ নিয়েছেন তিনি।  

চার থেকে পাঁচটি গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই এলাকায় পুলিশের টহল ছিল বলে উল্লেখ করে বিএনপি মহাসচিবের স্ত্রী বলেন, পরে রাত ৩টার দিকে তারা দরজা খুলতে বলে। এ সময় প্রহরীরা খুলতে চাচ্ছিল না। তাদের চড়-থাপ্পড় মারা হয়। 

আরও পড়ুন : স্থায়ী কমিটির বৈঠকে ভেন্যুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

মির্জা ফখরুলকে আটকের সময় তাদের বাসার সামনের রাস্তার বাতি নিভিয়ে ফেলা হয় বলেও জানান তিনি।


এএইচআর/এনএফ