‘বড় কোনো দলের সঙ্গে প্রেম করবে না জাতীয় পার্টি’
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জাতীয় পার্টির আর নয়। বড় কোনো দলের সঙ্গে জাতীয় পার্টি প্রেম করবে না। জাতীয় পার্টির প্রেম দেশের সাধারণ মানুষের সঙ্গে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে আলোচনা আয়োজন করে জাতীয় পার্টি।
বিজ্ঞাপন
মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ আর বিএনপির নীতিগত অনেক অমিল আছে। অনেক ইস্যুর কারণে তারা এক টেবিলে বসতে পারে না। কিন্তু ক্ষমতায় গেলে তাদের মধ্যে চরিত্রগত কোনো অমিল নেই। ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি আর দলীয়করণের মাধ্যমে দেশের শান্তি শেষ করেছে। মানুষ তাই আওয়ামী লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুটি দলের ওপর দেশের মানুষ বিরক্ত হয়ে আছে।
আরও পড়ুন : সমঝোতার পথে জিএম কাদের-রওশন এরশাদ, আড়ালে তৃতীয় পক্ষ?
সংসদীয় গণতন্ত্রের নামে আওয়ামী লীগ ও বিএনপি দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে দাবি করে জাপা মহাসচিব বলেন, সংসদীয় গণতন্ত্রের নামে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে।
তিনি আরও বলেন, যিনি নির্বাহী বিভাগের প্রধান, তিনিই আইন সভারও প্রধান। আবার রাষ্ট্রপতির মাধ্যমে বিচার বিভাগও অনেকটাই তার হাতে। বিপুল ক্ষমতা একজনের হাতে থাকলে ক্ষমতার ভারসাম্য থাকে না। আবার ভুল-ত্রুটি বেশি হয়। একজনের হাতে সকল ক্ষমতা থাকলে রাষ্ট্রের কোনো ক্ষেত্রেই জবাবদিহিতা থাকে না।
জাতীয় পার্টিতে কোনো অনৈক্য নেই দাবি করে দলটির মহাসচিব বলেন, পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। কিছু নেতা চলে গেলেও পার্টির ক্ষতি হবে না। শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত কেউ মামলা করলে জাতীয় পার্টির কোনো সমস্যা হবে না। জাতীয় পার্টি আদালতের ওপর আস্থাশীল। আশা করছি, উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
এএইচআর/এসকেডি