আগামী ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে তা পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

বুধবার (১৬ নভেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আগে গত ৪ নভেম্বর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম যুব মহিলা লীগের সম্মেলন ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের সমন্বয়ে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেন। যুব মহিলা লীগের বর্তমান সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল। 

যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। 

একইসঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

এমএসআই/এসএম