বিরোধী দলগুলোর মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপ গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারি দলের এজেন্ডা বাস্তবায়ন করা নির্বাচন কমিশনের কাজ নয়।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এ কথা বলেন তিনি।  

বাম নেতা বলেন, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বেসামাল হয়ে পড়েছে সরকার ও ক্ষমতাসীন দল। তারা রাজনীতিকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে।

সাইফুল হকের দাবি, নির্বাচন যত এগিয়ে আসছে, সরকার ও সরকারি দল ততই সহিংস ও সন্ত্রাসী পথ অবলম্বন করছে। পরিকল্পিতভাবেই রাজনীতিকে তারা সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সভা-সমাবেশেও তারা হামলা ও আক্রমণ করছে।

সরকার ও সরকারি দলের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

দলটির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক।

এএইচআর/এমএ