জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদকে এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে।  

বুধবার (১৪ সেপ্টেম্বর) হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 

মামুন জানান, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদ এমপির ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে 'হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট' এর সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বুধবার থেকে কার্যকর হবে।

এএইচআর/জেডএস