আগামীর পথচলা কঠিন হতে পারে : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিগত দিনের ন্যায় আগামী দিনের পথচলা কঠিন হতে পারে। ৫১ বছরের (স্বাধীনতা পরবর্তী) পথচলা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। ভবিষ্যতে আরও কঠিন হতে পারে।
তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা রাজপথে ছিলাম এবং আছি, রাজপথে থেকে সেভাবেই তার নেতৃত্বে বাংলাদেশ অগ্রযাত্রাকে আমরা ত্বরান্বিত করব, বেগবান করব। ২০৪১ সালের মধ্যে আমরা সোনার বাংলা গড়ব।
বিজ্ঞাপন
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট থানা ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফজলে নূর তাপস বলেন, ৭৫ সালের পর ছাত্রদের নষ্ট করার জন্য, তাদের চরিত্র হনন করার জন্য খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হননি, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে ক্ষান্ত হননি, সংবিধানকে পদদলিত করে ক্ষান্ত হননি, ছাত্রদের নৌ-বহরের নামে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতে অস্ত্র তুলে দিলেন।
তিনি বলেন, সেই থেকে ছাত্র রাজনীতি কলুষিত রাজনীতির দিকে অগ্রসর হলো। জননেত্রী শেখ হাসিনা ফিরে এসে আবারও সম্মেলনের মাধ্যমে ছাত্রদের হাতে কলম, খাতা ও বই তুলে দিলেন। তারপর জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে মেধা, প্রজ্ঞা ও অসীম সাহসিকতার দিকে ধাবিত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, যেখানে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করবে, অছাত্রদের ছাত্র সংগঠন ছাত্রদল যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে, সেখানেই আপনারা তাদেরকে গণধোলাই দেবেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তাসভীরুল হক অনু, সভাপতি এস এম রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক রানা, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন বাবু, সাধারণ সম্পাদক নাসিরুল হাসান সজীব প্রমুখ।
এএসএস/আরএইচ