‘জ্বালাও পোড়াও করলে বিএনপিকে রাজপথে নামতে দেওয়া হবে না’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ফের জ্বালাও পোড়াও করলে তাদের কিছুতেই রাজপথে নামতে দেওয়া হবে না।
সোমবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন উপলক্ষে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে নিমতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
নাছির বলেন, বাংলাদেশের মানুষ মনেপ্রাণে শান্তি কল্যাণ ও স্থিতিশীলতায় বিশ্বাস করেন। কিন্তু শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী অপশক্তিকে ঘৃণাভরে প্রত্যাখান করেন। বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ক্ষমতা কুক্ষীগত করে এদেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধুর খুনীদের ইন্দন, আশ্রয়-প্রশ্রয় দিয়ে এমনকি তাদের হত্যার দায় মুক্তিতে সংসদে বিল পাস করিয়ে ইতিহাসের জঘন্যতম খল নায়ক হিসেবে আবির্ভূত হন। বঙ্গবন্ধু হত্যা ও ১৫ আগস্টের ট্র্যাজেডির মূল হোতা হচ্ছেন জিয়া। তাই তাকে নতুন প্রজন্মের কাছে খল নায়ক হিসেবে চিহ্নিত করার সময় এসেছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আন্দোলনের নামে ধ্বংসাত্মক রাজনীতিতে লিপ্ত রয়েছে। মানুষের মাঝে তারা আতঙ্ক ও ভয় সৃষ্টি করতে চায়। অতীতে সাধারণ মানুষকে জিম্মি করে তারা লুটপাট করেছে। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এরা ৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মা।
তিনি আরও বলেন, আন্দোলন যেকোনো দল করতে পারে, তবে তা যৌক্তিত ও গণতান্ত্রিক পন্থায় হতে হবে। কিন্তু আন্দোলনের নামে নাশকতা আমরা কিছুতেই মেনে নেব না। রাজপথেই তাদের বিরুদ্ধে অবস্থান নেব।
বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
কেএম/এমএ