হরতালের সমর্থনে গণতান্ত্রিক বাম ঐক্যের প্রচার মিছিল
গণতান্ত্রিক বাম ঐক্যের ডাকা বৃহস্পতিবার অর্ধ দিবস হরতাল সফল করার লক্ষ্যে প্রচার মিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে হরতাল সফল করার এ প্রচার মিছিল করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে কদম ফোয়ারা, পল্টন মোড়, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় হয়ে আবার পল্টনে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ মিছিল উত্তর সমাবেশে বলেন, সরকার সব কিছুর মূল্য বৃদ্ধি করে জনগণের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। বাংলাদেশের ৪০-৪৫ শতাংশ মানুষ তিন বেলা খেতে পারছে না। তাই আমরা বাধ্য হয়ে হরতাল ডেকেছি। আশা করি বাংলাদেশের সব স্তরের মানুষ এই হরতাল পালন করবে।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, প্রগতিশীল গনতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খাঁনসহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্থরের নেতারা।
আইবি/এসএম