নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিকেলে হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল নেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য খায়রুল কবির খান সোমবার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন বোর্ডের পরামর্শক্রমে নিয়মিত চেক-আপের জন্য খালেদা জিয়াকে আজকে হাসপাতালে নেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে ২০২০ সালের ২৫ মার্চ দেশে করোনার প্রার্দুভাব দেখা দিলে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। এরপর থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন। এরমধ্যে ৫ বার ৬ মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আর ২০২১ সালের এপ্রিল মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ দিন হাসপাতালে ছিলেন। এরপর একই বছরে শারীরিক অসুস্থা নিয়ে ৮১ দিন হাসপাতালে ছিলেন। সর্বশেষ চলতি বছরের ২৪ জনু ১৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন খালেদা জিয়া।

এএইচআর/এসএম