জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
সরকারের পদত্যাগ চায় এবি পার্টি
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তারা সরকারের পতন দাবি করেছে। সেইসঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদের তত্বাবধানে গুম-খুনসহ ‘আয়নাঘরের’ মতো গোপন বন্দিশালার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবি পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। অবিলম্বে দেশের বাজারে তেলের দাম কমাতে হবে। অবিলম্বে সব জিনিসপত্রের দাম কমাতে হবে, নয়ত জনগণ সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবে।
আরও পড়ুন: ‘আন্দোলন নস্যাতের ষড়যন্ত্র করছে সরকার ও বাগান মালিকেরা’
সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, রাতের ভোটের সরকার জনগণের জীবনযাত্রাকে আজ অতিষ্ঠ করে তুলেছে। দুর্নীতি, লুটপাট, ডলার পাচার করে অর্থনীতিকে করে তুলেছে অস্থিতিশীল, যার ফল ভোগ করছে জনগণ। তিনি আরও বলেন, সরকার গুম করে বিনা বিচারে দেশের বিভিন্ন নাগরিককে বছরের পর বছর আটক রেখেছে। বিরোধী মতের লোকদের দমন পীড়নের মাধ্যমে আজ গোটা দেশ ‘আয়নাঘরে’ পরিণত হয়েছে। এসব অনিয়ম করার পর সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই অনতিবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করছি।
এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, জনগণের সরকার জনগণের দুঃখ কষ্ট বোঝে। যেহেতু এই সরকার রাতের ভোটের সরকার, তাই জনগণের দুর্দশা নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তিনি অবিলম্বে জিনিসপত্রের দাম কমানোর দাবি করেন।
যুগ্ম-সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, যে সরকার জনগণের খাদ্য নিশ্চিত করতে পারে না, রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, উন্নয়নের গার্ডারের নিচে মানুষ হত্যা করে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। তিনি আরও বলেন, অবিলম্বে জনগণের অধিকার নিশ্চিত করুন, নয়ত পদত্যাগ করুন।
এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, বিএম নাজমুল হক, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।
এর আগে তাদের মিছিলটি পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে সেগুনবাগিচা, কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আইবি/এসএসএইচ