বিক্ষোভ সমাবেশে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা
১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৭ আগস্ট) দুপুর থেকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চের সামনে ব্যানার পোস্টার নিয়ে অবস্থান নিতে থাকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন : সেদিন কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।
আরও পড়ুন : চট্টগ্রামে ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
এইউএ/এমএইচএন/এমএইচএস