১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ড ইতিহাসের একটি  ন্যাক্কারজনক ও কালো অধ্যায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (১৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসে এই কথা বলেন তিনি।

স্ট্যাটাসে দুইটি ছবি সংযুক্ত করে ইশরাক লিখেন, ’২০০৪ সালের ২৭ জানুয়ারি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সহনশীল এবং উদার রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ওইদিন রাতে টুঙ্গিপাড়ায় মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কবরে ফাতেহা পাঠ ও জিয়ারত করেছিলেন। ১৯৭৫ সালের এই দিনে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রাহমানকে সপরিবারে হত্যা দেশের ইতিহাসে একটি  ন্যাক্কারজনক ও কালো অধ্যায়।’

তিনি আরও লিখেন, ‘আমরা নতুন প্রজন্ম রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা সকল জাতীয় নেতাদের প্রতি তাঁদের প্রাপ্য সম্মান প্রদর্শন করতে চাই। এই দিনে মরহুম ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি।’

এএইচআর/এমএ