বিএনপির সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মোহাম্মদ নয়নের নেতৃত্বাধীন গ্রুপের কয়েকজনের সঙ্গে আরেকটি গ্রুপের কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটে, পরে তা মারামারি পর্যন্ত গড়ায়। এ সময় উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী তাদের থামাতে গেলে নেতাকর্মীরা তার ওপর চড়াও হন।

মারামারির ঘটনায় ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সচিব পাভেল মোল্লা, ঢাকা জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হীরা হোসেন, যুবদল নেতা বাদল হোসেন, বিএনপির নেতা আল আমিন আহত হন।

বিএনপি সূত্রে জানা গেছে, আহত নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুসারী। আহতদের পরে গয়েশ্বর চন্দ্রের ব্যক্তিগত অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন সদস্য জানান, কেরানীগঞ্জ থেকে আসা বিএনপির এক কর্মীর মোবাইল ভেঙে ফেলেন নয়নের অনুসারীরা। এরপর থেকে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা মারামারি পর্যন্ত গড়ায়।

এএইচআর/আরএইচ