ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি মনে করে, লোডশেডিংয়ে যেখানে সেচ ব্যাহত হচ্ছে, সেখানে ইউরিয়ার দাম বস্তাপ্রতি ৩০০ টাকা বাড়ালে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এতে খাদ্য নিরাপত্তাও অনিশ্চিয়তায় পড়বে। তাই ইউরিয়া সারের মূল্য পূর্বাবস্থায় রাখার দাবি জানায় স্থায়ী কমিটি।

সোমবার (১ আগস্ট) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় এ মতামত ব্যক্ত করা হয়। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সভায় ভোলাতে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, সমাবেশ ও মিছিল করা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, দুঃশাসন, দুর্নীতির কারণে এ সরকার জন বিচ্ছিন্ন হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। সরকারের দুঃশাসন, দ্রব্যমূল্যর অসহনীয় মূল্য বৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানির অব্যবস্থাপনার বিরুদ্ধে, জনগণ সোচ্চার হয়ে উঠছে তখনই সরকারের ঘৃণিত খুনির চেহারা প্রকট উঠছে।

সভায় আরও অংশগ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান।

এএইচআর/আইএসএইচ