ছাত্রলীগের কমিটিতে বিবাহিত, অছাত্র ও শ্রমিক নেতাদের রাখার অভিযোগ
সদ্যঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটিতে বিবাহিত, অছাত্র, বয়স বহির্ভূতদের এবং শ্রমিক নেতা নিয়ে কমিটি গঠনের অভিযোগ এনে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বরিশাল মহানগর ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।
বিজ্ঞাপন
ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক গঠনতন্ত্র মেনে কমিটি দেওয়ার বিধান থাকলেও বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটির ক্ষেত্রে এর সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটেছে বলে দাবি মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের। এসময় নবগঠিত কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের বিয়ের ছবি ও সন্তানদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নিতে দেখা যায় তাদের।
মানববন্ধনে অংশ নেওয়া পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রইজ আহমেদ মান্নার নামে একাধিক মামলা রয়েছে। তার ছাত্রত্বও নেই। বর্তমানে তিনি স্থানীয় শ্রমিক নেতা। তিনি বিয়ে করেছেন অনেক আগে। দ্বিতীয় বিয়েও করেছেন তিনি। দুই বউয়ের সংসারে রয়েছে দুটি সন্তান। এছাড়া নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিল উভয়ের নেই ছাত্রত্ব। সম্প্রতি ঘটা করে উভয়েই বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি রয়েছে। এছাড়া উভয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া অনেকের বিরুদ্ধে রয়েছে মাদক সংশ্লিষ্টতা ও বিয়ে করার অভিযোগ।
আরও পড়ুন: বরিশালে মহানগর ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ
মানববন্ধনে পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা বাবু সরদার বলেন, গঠন্তন্ত্র না মেনে বিবাহিত, অছাত্র এবং শ্রমিকদের নিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। আমরা যারা নিয়মিত ছাত্র, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করছি তাদের বাদ দেওয়া হয়েছে। আমরা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ কমিটি বাতিলের দাবিতে আমরা বরিশালে মানববন্ধন করেছি, আজ ঢাকায় করছি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব।
আরেক পদপ্রত্যাশী রেজানুর রহমান নিয়ন বলেন, আহ্বায়ক, যুগ্ম আহবায়কসহ বিবাহিত ও অছাত্রদের নিয়ে একচেটিয়া একটি পকেট কমিটি করা হয়েছে। দ্রুত এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার করার জন্য আমরা কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এ অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
দীর্ঘ ১১ বছর পর গত ২৩ জুলাই বরিশাল মহানগর ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত আগামী তিন মাসের জন্য ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মো. রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক করে নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক করা হয়েছে মো. মাইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিলকে। এছাড়া বাকি ২৯ জনকে সদস্য করা হয়েছে।
এইচআর/এসএসএইচ