লোডশেডিং ও জ্বালানি খাতে ব্যাপক অব্যবস্থাপনা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। 

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া ৩১ জুলাই সব জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিল করেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির মূল লক্ষ্য হচ্ছে চুরি এবং সরকারের নিজস্ব ব্যবসায়ীদের দুর্নীতি ও সম্পদের পাহাড় গড়ে তোলার সুযোগ করে দেওয়া। শুধুমাত্র লোভের কারণে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে শিগগিরই নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এএইচআর/এসকেডি