বিএনপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া চায়ের দাওয়াত নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আপনার চায়ের দাওয়াত নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে, সেই চায়ের মধ্যে কী থাকবে? বিরোধী দলকে ডেকে উনি কী খাওয়াবেন? এর মধ্যে কী দেবেন? ধুতুরা ফুল থাকবে নাকি হেমলক রস থাকবে।’

সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

হঠাৎ বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী নরম সুরে কথা বলছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘চায়ের দাওয়াত দিচ্ছেন। এসব স্বাভাবিক বিষয় না, এর ভেতর নতুন ষড়যন্ত্র রয়েছে। শান্তিপূর্ণভাবে ঘেরাও কর্মসূচি করলে চায়ের দাওয়াত দেব, হঠাৎ আপনার গলার সুর নরম হলো কেন? এটা তো অদ্ভুত ব্যাপার। আপনার গলার সুর যখন ক্ষীণ হয় তখন বুঝতে হয়, বিরোধী দলের ওপর মনে হয় আরও ভয়ংকর নির্যাতন নেমে আসছে।’

আরও দেখুন >> বিএনপির সঙ্গে সংলাপে আগ্রহী নয় ধর্মভিত্তিক দলগুলো

প্রধানমন্ত্রী গত নির্বাচনের আগেও বিএনপির নেতাকর্মীদের নামে থাকা মামলার কাগজগুলো পাঠানো কথা বলেছিলেন উল্লেখ করে রিজভী বলেন, ‘তখন আমরা দেখেছি আরও ব্যাপকভাবে মামলা দিয়েছেন। বিএনপির যে নেতা মারা গেছেন সেই লাশের নামে, যিনি হজ করতে গেছেন তার নামে, যিনি হাসপাতালে চিকিৎসারত আছেন তার নামেও মামলা হয়েছে।’

রিজভী আরও বলেন, ‘ওবায়দুল কাদের প্রায়ই বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নেই। ’৯৫-৯৬ সালে এটা সংবিধানে এলো কি করে। এটার দৃষ্টান্ত তো আপনারাই দেখিয়েছেন। ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আওয়ামী লীগ যা করেছিল...। বিএনপি আগুন লাগাবে না, মানুষও মারবে না কিন্তু আন্দোলন করে কীভাবে দাবি আদায় করতে হয় গণতন্ত্রের স্বার্থে সেটা আমরা প্রতিষ্ঠা করব।’

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, তাঁতি দল নেতা কাজী মনিরুজ্জামান ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক প্রমুখ।

এএইচআর/ওএফ