আ. লীগের অধীনে নির্বাচনে অংশ না নিতে একমত বিএনপি-জেএসডি
আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে আ স ম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
রোববার (২৪ জুলাই) রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম বরের বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
বৈঠক শেষে জেএসডি সভাপতি সাংবাদিকদের বলেন, আজকের দিনটি ঐতিহাসিক দিন। এই দিনে ১৯৬৯ সালের ২৪ জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। তখন মাঠে ছিলাম। এবারের আন্দোলনের লক্ষ্য হবে একইসঙ্গে স্বৈরাচারী সরকার পতন, নিপীড়নমূলক অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উচ্ছেদ, শাসনতন্ত্র পরিবর্তন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এই সরকারের অধীনে আমরা নির্বাচন করব না। একইসঙ্গে সংবিধান সংস্কার করব। আন্দোলনের প্রশ্নে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। মাঠে নামব, জনগণ আমাদের সঙ্গে থাকবে। আন্দোলনের কৌশল ঠিক হবে মাঠে। আজকের দিনটি ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করছি।
আরও পড়ুন>> গণতন্ত্র বাঁচিয়ে রাখতে ভোটকেন্দ্রে আসতে হবে : সিইসি
তিনি আরও বলেন, ২০১৮ সালে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। আমরা দলীয়ভাবে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছি। দেশে জনগণের মালিকানা নেই। ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এবার আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণের লড়াই শুরু করব। এই আন্দোলনই হবে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।
পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণবিরোধী এই সরকারকে অবশ্যই চলে যেতে হবে এ বিষয়ে আমরা একমত হয়েছি। একমত হয়েছি, জাতীয় ঐক্য সৃষ্টি করে সম্মিলিতভাবে আন্দোলন করে সরকারের পতন ঘটাব। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা।
তিনি আর বলেন, আমরা একসঙ্গে একজোটেই কাজ করব, যেন সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি। সে লক্ষ্যে কাজ করবে বিএনপি-জেএসডি। আন্দোলনের মধ্য দিয়েই ঐক্য গড়ে উঠবে। আন্দোলনের মধ্য দিয়েই জনগণ বলে দেবে, আন্দোলনের ধারা কী হবে, গতি কী হবে।
এছাড়া সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন অংশ নেন। আর জেএসডির পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন অংশ নেন।
জেএসডি ছাড়াও এখন পর্যন্ত বিএনপি নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে।
এএইচআর/জেডএস