সোহেল তাজের কমেন্টের পর আ.লীগের পেজে তাজউদ্দীনকে নিয়ে পোস্ট
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মদিন আজ। তাজউদ্দীন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তবে প্রয়াত এ নেতার স্মরণে সকাল থেকে কোনো পোস্ট করা হয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগের ফেসবুক পেজে।
শনিবার (২৩ জুলাই) দুপুর সোয়া একটায় তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি পোস্টে এ নিয়ে কমেন্ট করেন।
বিজ্ঞাপন
আক্ষেপ করে তিনি লিখেন, ‘আজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং স্বাধীনতা সংগ্রামকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অন্তত একটা পোস্ট আশা করেছিলাম।’
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কমেন্টের উত্তরে তাকে সান্ত্বনা দিয়েছেন অনেকেই। কেউবা তার মতোই আক্ষেপ প্রকাশ করেছেন।
এ কমেন্টের দেড় ঘণ্টা পর কেন্দ্রীয় আওয়ামী লীগের পেজে তাজউদ্দীন আহমেদকে নিয়ে পোস্ট করে আওয়ামী লীগ।তাজউদ্দীন আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ পোস্টে আওয়ামী লীগ লিখেছে, ২৩ জুলাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্ম বার্ষিকী। বঙ্গতাজের জন্মদিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।
এদিকে সকাল ১১টায় দেশের প্রথম প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
এইউএ/এসকেডি