নড়াইলের লোহাগাড়ায় ফেসবুকে পোস্ট দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) অবমাননা ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়েন ইসলামী আন্দোলন বাংলাদেশেরে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই। 

তিনি বলেছেন, বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে কাপুরুষোচিত মানবতাবিরোধী হামলার ঘটনা ঘটিয়েছে। এমন হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলাম সমর্থন করে না।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে চরমোনাই এসব কথা বলেন।

চরমোনাই বলেন, মহানবীকে কটূক্তি কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুকের পোস্ট ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর একই সূত্রে গাঁথা।

জুমার নামাজের পর মুসল্লিদের বিক্ষোভের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে দাবি করে চরমোনাই বলেন, বিক্ষোভের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে স্বার্থান্বেষীরা হীনস্বার্থ হাসিলে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাঙচুর করেছে। হামলাকারীরা আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকতে পারে।

এএইচআর/আইএসএইচ