এলডিপি-বিএনপি ‘যুগপৎ আন্দোলন’ করতে একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার হটাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করতে আমরা একমত হয়েছি।  

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে মহাখালী ডিওএইচএসে অলি আহমেদের বাসায় এলডিপির সঙ্গে সংলাপে শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এ বৈঠকে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের একটি পার্লামেন্ট গঠন করার বিষয়ে আমরা আন্দোলন করতে একমত হয়েছি। 

তিনি বলেন, আমরা আশা করি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরে যুগপৎভাবে এ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব। সেই আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।

এ সময় অলি আহমেদ বলেন, বর্তমান যে সরকার আছে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। জনগণ এক অস্বস্তিকর পরিবেশে বাস করছে। কারো জীবনের জান-মালের কোনো নিরাপত্তা নেই। 

তিনি বলেন, মগের মুল্লুকে আমরা বসবাস করছি। এ রকম অবস্থা দেশের মানুষের জন্য কাম্য নয়। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এ ধরনের লুটপাট-অর্থ পাচারের জন্য এদেশ স্বাধীন করিনি।

তিনি আরও বলেন, আজ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে সক্ষম হব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান অলি আহমেদ।

এএইচআর/আরএইচ