গরিব মানুষদের ক্রয় ক্ষমতা ঠিক রাখতে কম মূল্যে খাদ্য বিতরণ, শ্রমিকদের রেশন কার্ড প্রদান ও তাদের কাজের ব্যবস্থা করার দরকার বলে মনে করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়ায় এ তিনি কথা বলেন।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদের গেটে বাজেট ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘কেনার ক্ষমতাটা বজায় রাখার জন্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুনির্দিষ্ট আওতায় নির্ধারণ করতে হবে। শ্রমিকদেরকে রেশন কার্ড দিতে হবে। কম মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে হবে। সরকার স্বীকার করছে সরবরাহ ঠিক আছে। তাহলে বাজার সিন্ডিকেটের এই যে কারসাজি ১০ টাকা থেকে ৪০ টাকায় উঠানামা, এটা বন্ধ করতে পারবে না কেন?’

বাজেটে এমনটা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাজেটে এর একটা দিক নির্দেশনা আছে। কিন্তু চ্যালেঞ্জটা হবে এটা কীভাবে সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করবেন। আমি প্রবৃদ্ধির কথাও ভাবছি না। আমি বাজেটের আকারের কথাও ভাবছি না। আমি ভাবছি নিত্যপণ্যের বাজার আটকাতে হবে। এই চ্যালেঞ্জটা বাস্তবায়নযোগ্য। কারণ আমি মনে করি সরবরাহ আছে। কিন্তু বাজার সিন্ডিকেটের দুর্নীতি আটকাতে হবে। এটা প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের আছে। এটা সম্ভব।’

এইউএ/ওএফ