ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১০-১৫ জন এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য বেলা ১১টার দিকে বিভিন্ন বেসরকারি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, এ সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল ও এর আশপাশে অবস্থান করছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোড়ে মোড়ে অবস্থান ও মহড়া দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শহীদ মিনার, মধুর ক্যান্টিন, টিএসসি, পলাশীসহ ক্যাম্পাসের সব প্রবেশমুখে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একটি অংশ পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ করছেন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, সাম্প্রতিককালে ছাত্রদলের নেতাকর্মী ক্যাম্পাসে বিভীষিকা ছড়ানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজও ক্যাম্পাসে দেশীয় অস্ত্র-শস্ত্র ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রলীগ ছাত্রদের এ অবস্থানকে সমর্থন জানাচ্ছে।

এএজে/এসএম