দলীয় মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। শনিবার (১৫ মে) কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে কর্মসূচি এ ঘোষণা করা হয়।

দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক জানান, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে দলের সব নেতাকর্মীরা।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ মে (সোমবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। ১৮ মে (বুধবার) গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে বিক্ষোভ সমাবেশ। ১৯ মে (বৃহস্পতিবার) গণতান্ত্রিক কৃষকদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ। ২০ মে (শুক্রবার) গণতান্ত্রিক শ্রমিক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ। ২১ মে (শনিবার) গণতান্ত্রিক আইনজীবী ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ।

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।

এএইচআর/এসএম