ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের চার নেতা। 

সোমবার (১১ এপ্রিল) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাইকমিশন আয়োজিত এই ইফতারে অংশ নেন তারা।

বিএনপি সূত্রে জানা গেছে, ইফতারে বিএনপির ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। দলের নেতাদের মধ্যে ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

জানা গেছে, ইফতারে অংশ নেওয়া প্রত্যেক নেতার জন্য পৃথক আসন নির্ধারণ করা হয়। বিগত বছরগুলোতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শামা ওবায়েদ অংশগ্রহণ করলেও এবারই প্রথম বেশ কয়েকজন নেতা ইফতারে অংশ নিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা অংশ নিয়েছেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দাওয়াত থাকলেও দেশের বাইরে থাকায় তিনি ইফতারে অংশ নিতে পারেননি। 

এএইচআর/জেডএস