বিএনপি নেতা ইশরাক আটক
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাকের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই আটক করা হতে পারে। তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন।
বিজ্ঞাপন
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় ইশরাককে পুলিশ আটক করেছে। এখনও তিনি মতিঝিল থানায় আছেন। কেন তাকে আটক করা হয়েছে এই বিষয়ে আমরা এখনও কিছু জানি না।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এআর/এএইচআর/জেডএস