সরকারের হরিলুট ও দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয়, সরকারি-বেসরকারি কর্মকর্তারাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন।

রিজভী বলেন, আজ সংবাদপত্রে এসেছে, মা এসে লাইনে দাঁড়াচ্ছেন, মেয়ের বিয়ে হয়েছে সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। এতে বুঝা যাচ্ছে শুধু ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে এক স্মারকলিপি হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে স্মারকলিপিটি দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত।

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন রিজভী। বলেন, দাম বাড়ালে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাহ উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।

এএইচআর/এমএইচএস