মাইনরিটি জনতা পার্টির নতুন নেতৃত্ব ঘোষণা
ক্ষমতায় গেলে কঠোরভাবে দুর্নীতি দমন, মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের সুযোগ-সুবিধার স্বার্থে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বাদ দিয়ে বাংলাদেশকে ৫টি রাজ্যে বিভক্ত করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির নেতারা। পার্টির দ্বিতীয় কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় সংগঠন থেকে সুকৃতি কুমার মণ্ডলকে সভাপতি এবং দিলীপ কুমার দাসকে মহাসচিব করে ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ক্ষমতায় গেলে রাষ্ট্রের সর্বস্তরের দুর্নীতি কঠোরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। জাতীয় শিক্ষাক্রমের সব পর্যায়ে আধুনিক শিক্ষা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনপূর্বক পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা নিশ্চিত ও কার্যকর করাসহ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এ আদর্শ প্রতিষ্ঠা করা হবে।
শ্রীমৎ স্বামী শংকরাচার্য পুরী গুরু মহারাজের সভাপতিত্বে কাউন্সিলে মাইনরিটি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এএজে/এমএইচএস