ইরান-ইসরায়েল সংঘাত : বৈশ্বিক সংকটের নতুন মাত্রা
মধ্যপ্রাচ্যের চির-অস্থির ল্যান্ডস্কেপে, ২০২৪ সালের ইসরায়েল-ইরান দ্বন্দ্ব বিশ্বব্যাপী উদ্বেগের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো প্রধান শক্তিগুলোকে আকর্ষণ করেছে। এই বহুমুখী সংঘাত, ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, আঞ্চলিক ক্ষমতার লড়াই এবং পারমাণবিক বিস্তারের সাথে জড়িত; যা ইতিমধ্যেই এই অঞ্চলের উপর অনিশ্চয়তার ছায়া ফেলেছে।
ইরান-ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুইটি দেশ। সম্প্রতি ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান। কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে, তখন অনেকের মধ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছে যে, এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল-ইরান যুদ্ধে রূপ নিতে পারে।
বিজ্ঞাপন
গাজা যুদ্ধকে কেন্দ্র করে ২০২৩ সাল থেকে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। একযোগে একাধিক ফ্রন্টে ইরানপন্থী হামলার প্রতিক্রিয়ায়, তেল আবিব (Tel Aviv-Yafo) ১ এপ্রিল তেহরানকে সতর্ক করার জন্য দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালায়। জবাবে তেহরান ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
আরও পড়ুন
এরপর বড় যুদ্ধের ব্যাপারে স্পষ্ট অবস্থান নেয় ইরান। ১৩ এপ্রিল রাতে অপারেশন ট্রু প্রমিজ নামে সামরিক অভিযান শুরু করে ইরান। ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার পর ইরান রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছে।
ইসরায়েল বলেছে যে, তারা এবং মিত্ররা ৯৯ শতাংশ অস্ত্র আটক করেছে। এটি ইসরায়েলের ওপর ইরানের প্রথম সরাসরি আক্রমণ চিহ্নিত করেছে, দুই দেশ এক বছরব্যাপী ছায়া যুদ্ধ চালিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বড় আকার ধারণ করা নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্ব নেতারা সংযমের আহ্বান জানিয়েছেন। হামলার পর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ‘একসাথে আমরা জিতব’ প্রতিশ্রুতি দিয়েছে, তবে তার দেশ কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা স্পষ্ট নয়।
২০২৪ সালের ইসরায়েল-ইরান দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতির জন্য সুদূরপ্রসারী প্রভাব ফেলবে; যা বিশ্ব বাজারে আর্থিক সংকটের সূত্রপাত করবে। বেশ কয়েকটি কারণ এই অর্থনৈতিক মন্দার জন্য অবদান রাখবে।
তেলের দামের অস্থিরতা
মধ্যপ্রাচ্য হলো তেল প্রধান উৎপাদনকারী অঞ্চল এবং এই অঞ্চলে যেকোনো দ্বন্দ্ব অবিলম্বে বিশ্বব্যাপী তেলের বাজারকে প্রভাবিত করবে। চলমান সংকটের কারণে তেল উৎপাদন ও শিপিং রুটে ব্যাঘাত ঘটে, যার ফলে তেলের দাম বেড়ে যায় এবং বিশ্বব্যাপী জ্বালানি বাজার অস্থিতিশীল হয়।
সংঘর্ষের ফলে পারস্য উপসাগর এবং সুয়েজ খালের মধ্য দিয়ে সামুদ্রিক রুটসহ গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হুমকির মুখে পড়বে...
বিনিয়োগকারীদের অনিশ্চয়তা
ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রায়ই বিনিয়োগকারীদের অনিশ্চয়তার দিকে নিয়ে যায়, যা প্রভাবিত অঞ্চল থেকে মূলধন ফ্লাইটকে প্ররোচিত করে এবং স্টক মার্কেটের পতন ঘটায়। ইসরায়েল-ইরান সঙ্কট এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলবে, বিনিয়োগকারীরা ঝুঁকি-বিরুদ্ধ অবস্থান গ্রহণ করবে এবং দুর্বল বাজার থেকে ফিরে আসবে।
মুদ্রার ওঠানামা
মুদ্রা বাজারগুলোও প্রভাবিত হবে; কারণ ইসরায়েলি শেকেল (Israeli Shekel) এবং ইরানি রিয়াল (Iranian Rial)-এর মতো আঞ্চলিক মুদ্রাগুলো সংকটের কারণে অস্থিরতার সম্মুখীন হবে। এই অস্থিরতা বিশ্বব্যাপী মুদ্রা বাজারের ওপর প্রভাব ফেলবে; যা বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহকে প্রভাবিত করবে।
আরও পড়ুন
ঋণ এবং ক্রেডিট উদ্বেগ
দ্বন্দ্বের সাথে যুক্ত উচ্চতর ভূ-রাজনৈতিক ঝুঁকি সার্বভৌম ঋণ এবং ক্রেডিট রেটিং সম্পর্কে উদ্বেগ উত্থাপন করেছে, বিশেষ করে সরাসরি জড়িত দেশগুলোর জন্য। এটি ইতিমধ্যে ভঙ্গুর বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় চাপ যুক্ত করেছে। কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজারকে স্থিতিশীল করার জন্য জরুরি ব্যবস্থা প্রয়োগ করেছিল, কিন্তু সংকটের দীর্ঘায়িত প্রকৃতি এবং এর সমাধান সম্পর্কে অনিশ্চয়তা অর্থনৈতিক অবস্থাকে অনিশ্চিত করবে। ইসরায়েল-ইরান সংকট বিশ্বব্যাপী বাজার সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করবে; যা প্রযুক্তি থেকে কৃষি পর্যন্ত শিল্পগুলিকে প্রভাবিত করবে।
বাজার সরবরাহ শৃঙ্খল ক্ষতিতে অবদান রাখার মূল কারণগুলো হলো—
বাণিজ্য রুট ব্যাহত
সংঘর্ষের ফলে পারস্য উপসাগর এবং সুয়েজ খালের মধ্য দিয়ে সামুদ্রিক রুটসহ গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হুমকির মুখে পড়বে। শিপিং বিলম্ব এবং বর্ধিত নিরাপত্তা উদ্বেগ এই রুটের উপর নির্ভরশীল কোম্পানিগুলোর জন্য খরচ বৃদ্ধি এবং লজিস্টিক চ্যালেঞ্জের দিকে পরিচালিত করে।
পণ্যের ঘাটতি
উচ্চতর ভূ-রাজনৈতিক ঝুঁকির সাথে মিলিত তেল উৎপাদনে বাধা, পেট্রোলিয়াম পণ্য, ধাতু এবং কৃষি পণ্যের মতো প্রয়োজনীয় পণ্যগুলোর ঘাটতি এবং মূল্য বৃদ্ধির দিকে পরিচালিত করবে যার ফলে, নিম্নধারার শিল্প এবং ভোক্তাদের দাম প্রভাবিত হবে।
অনেকে বিশ্বাস করেন যে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে দুটি পক্ষ থাকবে—একটি ন্যাটো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুক্তরাজ্যের সাথে এবং অন্যটি রাশিয়া, চীন, ইরান, ইয়েমেন ও উত্তর কোরিয়ার সাথে।
প্রযুক্তি খাতের দুর্বলতা
প্রযুক্তি খাত, মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে উৎসারিত উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সরবরাহের ঘাটতি এবং উৎপাদন বিলম্বের সম্মুখীন হবে। সেমিকন্ডাক্টর চিপস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের জন্য গুরুত্বপূর্ণ; যা স্বয়ংচালিত থেকে ভোক্তা ইলেকট্রনিক্স পর্যন্ত শিল্পগুলোকে প্রভাবিত করবে।
মানবিক উদ্বেগ
সংকটটি মানবিক উদ্বেগও উত্থাপন করেছে, বিশেষ করে সংঘাত-আক্রান্ত এলাকায় খাদ্য ও চিকিৎসা সরবরাহের বিষয়ে। বর্ধিত নিরাপত্তা ঝুঁকি এবং লজিস্টিক্যাল প্রতিবন্ধকতার মধ্যে বিশ্ব সাহায্য সংস্থাগুলো প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে চ্যালেঞ্জের সম্মুখীন হবে।
আরও পড়ুন
মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত ঐতিহাসিক সম্পর্ক এবং ভাগ করা মূল্যবোধ ও স্বার্থের কারণে ইসরায়েলকে ভালো বা খারাপের জন্য সমর্থন করে অন্যদিকে চীন ও রাশিয়া সাধারণত ইরানকে সমর্থন করে। রাশিয়া ইরানকে সমর্থন করবে কারণ ইরান ইতিমধ্যেই রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য ড্রোনের মতো সামরিক উপাদান দিয়ে সমর্থন করছে।
রাশিয়া ইতিমধ্যে ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো কিছু উন্নত সরঞ্জাম সরবরাহ করে এবং ইরান ও রাশিয়া উভয়ই সিরিয়ায় আসাদ সরকারকে সমর্থন করে। যেহেতু ইরান আত্মঘাতী ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবহার করে বহুমুখী আক্রমণ শুরু করেছে, সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ করছে, সবাই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।
অনেকে বিশ্বাস করেন যে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে দুটি পক্ষ থাকবে—একটি ন্যাটো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুক্তরাজ্যের সাথে এবং অন্যটি রাশিয়া, চীন, ইরান, ইয়েমেন ও উত্তর কোরিয়ার সাথে। যদিও নিজেদের স্বার্থের হাসিলের জন্য বিশ্ব শক্তিগুলো তৃতীয় বিশ্বযুদ্ধকে এড়িয়ে নতুন নতুন কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে; যা এই সংকটকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে।
ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সংকট নিয়ে আলোচনা করতে জি-সেভেন জোটের বৈঠক ডেকেছেন এবং ইউরোপীয় ইউনিয়নও কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান খোঁজার জন্য তৎপর হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা করতে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা ১৬ এপ্রিল একটি ‘অতি জরুরি’ বৈঠকে মিলিত হচ্ছেন; যা কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান খোঁজার পথ প্রসারিত হবে।
অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত ।। সভাপতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
datta.ir@cu.ac.bd