করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল স্বাস্থ্য অধিদফতর যে ৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে তাদের সবাই ঢাকা বিভাগের।  

অর্থাৎ ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগের বাইরে কারও মৃত্যু হয়নি।  

ঢাকা বিভাগে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা মহানগরীতে মৃত্যু হয়েছে তিনজনের। বাকি দু’জনের একজন একজন গাজীপুর ও একজন রাজবাড়ী জেলায় মারা গেছেন। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।  

গতকালের ৫ জন দিয়ে ঢাকা বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩৫ জন।   

বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন।

২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ২৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। 

এনএফ